শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ মহানন্দা অভয়ারণ্যে এই প্রথমবার তিন দিবসীয় বার্ড ফেস্টিভ্যালের আয়োজন করা হল।আজ থেকে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল।চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।এই ফেস্টিভ্যালে অনলাইনের মাধ্যমে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন।
জানা গিয়েছে, মহানন্দা অভয়ারণ্যে তিনশোর বেশী বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।মহানন্দা অভয়ারণ্যকে পাখি এবং পাখিদের বাসস্থান সংরক্ষনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পাখিরালয় এর অন্তর্ভুক্ত করা হল।অন্যদিকে, বন্য পশুদের পাশাপাশি পাখি দেখতেও পর্যটকদের ভিড় বাড়ছে অভয়ারণ্যে।
চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন বি কে যাদব বলেন, বক্সা ব্যাঘ্র প্রকল্পের মত এই প্রথমবার মহানন্দা অভয়ারণ্যে বার্ড ফেস্টিভ্যালের আয়োজন করা হল।তিন দিবসীয় এই ফেস্টিভ্যালে অংশ নেওয়া প্রতিযোগীদের মহানন্দা অভয়ারণ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য জানানো হবে।
চিফ কনজারভেটর অফ ফরেস্ট(ওয়াইল্ড লাইফ)রাজেন্দ্র জাখর বলেন, আজ থেকে শুরু হওয়া এই ফেস্টিভ্যালে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।