শিলিগুড়ি,৯ জানুয়ারিঃ পুরনো এবং বিরল মুদ্রা ও টাকা নিয়ে আয়োজিত হতে চলেছে এক প্রদর্শনী
প্রায় ১৬৫ টি দেশের কয়েন এবং টাকা নিয়ে আয়োজিত হতে চলেছে ওয়ার্ল্ড পেপার মানি এন্ড কয়েন এক্সিবিশন। চলতি মাসের ১০ এবং ১১ তারিখে কলেজপাড়ার বাঘাযতীন ক্লাবের হলঘরে হতে চলেছে এই এক্সিবিশন। বিভিন্ন দেশের কয়েন এবং কাগজের নোটের পাশাপাশি প্রাচীন ভারত, মোঘল, তুঘলক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়েরও মুদ্রা দেখার সুযোগ মিলবে এই প্রদর্শনী অনুষ্ঠানে। বেশকিছু কলেজছাত্রের উদ্যোগেই এই প্রদর্শনী অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে।
উদয়াংশু বসাক এবং দেবর্ষি বসাক জানান, ছোটোবেলা থেকেই বিভিন্ন দেশের মুদ্রা ও টাকা তারা জমিয়ে আসছেন, এটা তাদের নেশা বলা যেতে পারে। তাদের কোনো সংগঠন নেই, বেশকয়েকজন মিলে তারা এই পুরনো নোট এবং কয়েন সংগ্রহের কাজ শুরু করেছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিদেশি পর্যটকদের কাছ থেকে নিজের দেশের টাকা বিনিময়ের মধ্যে দিয়ে তারা এই সংগ্রহ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও বিদেশের বেশকিছু কয়েন মেলা থেকেও তারা এই পুরনো এবং বিরল কয়েনগুলি সংগ্রহ করেছেন। এই প্রদর্শনী অনুষ্ঠানে পুরনো কয়েন ও নোটের পাশাপাশি তাই বিভিন্ন ঐতিহ্যবাহী মুদ্রাও দেখা যাবে। এছাড়াও পৃথিবীর সবচেয়ে দামী মুদ্রা কুয়েতি দিনার এবং সবচেয়ে কমদামী মুদ্রা ইরানি রিয়াল প্রদর্শন করা হবে। এই প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোনো প্রবেশমূল্য ধার্য করা হয়নি।