শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে একদিকে যেখানে বিভিন্ন দলের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সরগরম রাজনৈতিক মহল।অন্যদিকে সৌজন্যতার নজির গড়লেন ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধীমান বোস।
বুধবার সকালে ধীমান বোস ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখতে পান তার দলের পোস্টার ছেঁড়া এবং ড্রেনের মধ্যে পড়ে রয়েছে।তবে এর জন্য বিরোধী দলকে দোষারোপ কিংবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি তিনি।নিজেই বিরোধী দলের প্রার্থীদের পোস্টার গুলোকে তুলে ঠিক করে দেন।
এদিন ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধীমান বোস বলেন, আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত।তার দেখানো পথেই আমরা চলি।মমতা ব্যানার্জির শ্লোগান ‘এসো বদলা নয় বদল চাই’ সেই কথা মাথায় রেখেই বিরোধীদলের ব্যানার পোস্টার গুলো ঠিক করেছি।তিনি আরও বলেন, আমরা ভাতৃত্বের বার্তা দিতে চাই।আমাদের ২২ নম্বর ওয়ার্ড তথা শিলিগুড়িতে শান্তির সংস্কৃতি আছে।সেই সংস্কৃতি আমরা বহন করবো।কোনভাবেই তা বিঘ্নিত হতে দেবো না।