রাজগঞ্জ, ১৪ জুনঃ কেন্দ্রীয় বাহিনী কেন, যদি অন্য কোন রাষ্ট্র থেকেও কোনো বাহিনী আসে তারপরেও দায়িত্ব নিয়ে বলতে পারি জলপাইগুড়ির মানুষ প্রমাণ করে দেবে এখানে বিরোধীদের কোথাও কোনো জমি নেই।রাজগঞ্জে এসে একথা জানালেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি।
বুধবার বিকেলে পঞ্চায়েত ভোটের মনোনয়নের পঞ্চম দিনে রাজগঞ্জ আসেন রাজ্যের তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং ব্লকের নেতৃত্বরা।
পরিস্থিতি খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পঞ্চায়েতের সময় দল আমাকে কোচবিহার,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিশেষ দায়িত্ব দিয়েছে। যাতে পুরো মনোনয়ন প্রক্রিয়া ঠিকঠাক ভাবে চলে, প্রার্থীরা যাতে ঠিকঠাকভাবে মনোনয়নপত্র জমা দিতে পারে তা দেখার জন্য আমি এই তিন জেলায় রয়েছি।
জলপাইগুড়ি জেলায় কেন্দ্রীয় বাহিনী দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী কেন যদি অন্য কোন রাষ্ট্র থেকেও কোনো বাহিনী আসে তারপরেও দায়িত্ব নিয়ে বলতে পারি জলপাইগুড়ির মানুষ প্রমাণ করে দেবে এখানে বিরোধীদের কোথাও কোনো জমি নেই।