শিলিগুড়ি,৮ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় সরকারের নানা নীতির বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের।এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এই মিছিল শুরু হয়।মিছিলটি হাসমিচক,হিলকার্ট রোড হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়।সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন তৃণমূল নেতা-কর্মীরা।এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মিছিলের ডাক দেওয়া হয়েছিল।
এদিন তৃণমূলের দার্জিলিং জেলা মুখপাত্র বেদব্রত দত্ত জানান, জিএসটির প্রাপ্য অর্থ রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না।কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারকে বলা হচ্ছে টাকা ধার নিতে।এই অবস্থায় রাজ্যে অর্থনৈতিক সংকট সৃষ্টি করার চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার।পাশাপাশি বিভিন্ন সরকারী সংস্থাগুলিকে বেসরকারীকরণ করা হচ্ছে।এছাড়াও আরও নানান দাবি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ করেন তিনি।
আজকের এই মিছিলে কয়েকশো তৃণমূল নেতা-কর্মী সহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।পাশাপাশি মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে পুলিশি নিরাপত্তাও ছিল।