শিলিগুড়ি,২৭ জানুয়ারিঃ পুরনিগমের মাসিক অধিবেশনে এনআরসি,এনপিআরও সিএএ এর বিরোধিতায় প্রস্তাব আনতে চলেছে বিরোধী দল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার চলতি বছরের প্রথম শিলিগুড়ি পুরনিগমের মাসিক বোর্ড অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনেই সকলের সম্মতি চেয়ে এনপিআর,এনআ সি ও সিএএ এর বিরোধিতায় প্রস্তাব পেশ করবে বিরোধী দল তৃণমূল কংগ্রেস। সোমবার সেই দাবি লিখিত আকারে পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে পেশ করে তৃণমূল। এদিন বিরোধী দলনেতা রঞ্জন সরকারের নেতৃত্বে এই দাবি পেশ করা হয়।
তিনি জানান,ইতিমধ্যে রাজ্য সরকার সমস্ত সরকারি দপ্তরে কেন্দ্র সরকারের কালো আইন না মানার নির্দেশ জারি করেছে। পুরনিগমে যাতে সমস্ত কাউন্সিলারের সম্মতিতেই রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দেওয়া হয় তারই প্রস্তাব আনতে চলেছেন তারা।