কোচবিহার, ২৫ ডিসেম্বরঃ কোচবিহারে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন এক যুবক।
জানা গিয়েছে, কোচবিহার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবক প্রীতম দাস কালীঘাট ঘোড়ামারা এলাকায় ঘুরতে গিয়েছিলেন।সেখানে দেখতে পান একজন কচ্ছপটিকে বিক্রি করতে চাইছে।সেইসময় যুবক ১০০ টাকা দিয়ে কচ্ছপটিকে বাড়িতে নিয়ে আসেন।এরপর স্থানীয় মোহন রক্ষা কমিটিকে বিষয়টি জানান।
আজ মোহন রক্ষা কমিটির সদস্য এবং বনদপ্তরের কর্মীরা যুবকের বাড়িতে যায়।এরপর বনদপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দেন যুবক।যুবকের এই কাজের প্রশংসা করেছেন সকলে।
এই বিষয়ে মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শিল বলেন, এই ধরণের প্রজাতির কচ্ছপ সাধারণত পাওয়া যায় না।প্রীতম যে কাজটি করেছে তা সত্যিই প্রশংসনীয়।এই মানসিকতা সকলের থাকলে বিরল প্রজাতির কচ্ছপগুলিকে আমরা বাঁচাতে পারবো।
বনদপ্তরের কর্মী দুলাল দাস জানান, কচ্ছপটিকে পরীক্ষা নিরীক্ষার পর সঠিক জায়গায় ছেড়ে দেওয়া হবে।