জলপাইগুড়ি, ২৫ মার্চঃ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল জলপাইগুড়িতে।
মঙ্গলবার সকালে জলপাইগুড়ির অসম মোড় সংলগ্ন একটি পুকুরে মাছ ধরার সময় জালে উঠে আসে বিরল প্রজাতির কচ্ছপ।স্থানীয় বাসিন্দারা কচ্ছপটিকে দেখতে পেয়ে খবর দেন পরিবেশ সংরক্ষণ সংগঠন স্পোর-কে।
খবর পেয়ে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইন্ডিয়ান রুফ টারটেল নামে কচ্ছপটিকে উদ্ধার করে।এরপর করলা নদীতে নিরাপদে কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হয়।