জলপাইগুড়ি,৩১ জানুয়ারিঃ বিরল প্রজাতির পাখি এনে ব্যবসার অভিযোগে আটক পাখি ব্যবসায়ী। আটক করা হয়ে পাখি ব্যবসায়ী সুদিপ্ত মুখার্জি। জলপাইগুড়ি দেশবন্ধু পাড়া মোড় এলাকার ঘটনা।
শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের দেশবন্ধুপাড়া এলাকায় একটি পাখির দোকানে অভিযান চালায় বন বিভাগের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দুটি হলুদ টিয়া। এছাড়াও আরো দুটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করে টাস্ক ফোর্সের কর্মীরা।
জানা গিয়েছে, বিরল প্রজাতির এই পাখিগুলি ৯ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। গতকাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত এই দোকানে এসে রেইকি করেন। তারপর আজ সকালে এই দোকানে অভিযান চালানো হয়। ধৃত ব্যবসায়ী কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন টাস্ক ফোর্সের অফিসারেরা।পাখির দোকান সিল করেছেন বনদপ্তরের আধিকারিকরা।