বীরপাড়া,১৪ জানুয়ারিঃ বীরপাড়া দলমোড় চা বাগানের নালা থেকে উদ্ধার একটি দেড় বছর বয়সী চিতাবাঘ।
জানা গিয়েছে,চিতাবাঘটির চোখে আঘাত রয়েছে।তবে কিভাবে চিতাবাঘটি জখম হয়েছে তার কারন স্পষ্ট নয় বনদপ্তরের কাছে।
বুধবার গভীর রাতে আহত চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষকের দপ্তরে নিয়ে যাওয়া হয়।সেখানে আপাতত চিকিৎসা চলছে তার।সুস্থ হওয়ার পর চিতাবাঘটিকে ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।