নকশালবাড়ি, ১৫ নভেম্বরঃ যথাযথ মর্যাদায় নকশালবাড়ির বীরসা মুন্ডা হিন্দি কলেজে পালিত হল বীরসা মুন্ডার জন্মজয়ন্তী।
এদিন বীর বীরসা মুন্ডার মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।সঙ্গে ছিলেন বাগডোগরা কলেজের অধ্যক্ষ মিনাক্ষী চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র জানান, বীরসা মুন্ডা কলেজে বীরসা মুন্ডার জন্মজয়ন্তীতে আসতে পেরে খুশি।বীরসা মুন্ডার জন্মদিনে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে।বীরসা মুন্ডার সংগ্রামের দেখানো পথের সুফল স্বাধীনতার ১২৫ পরও আমরা পাচ্ছি।


Khub job