নকশালবাড়ি, ১৫ নভেম্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে মঙ্গলবার নকশালবাড়িতে বীরসা মুন্ডার ১৪৭ তম জন্মজয়ন্তী পালন করা হল।
নকশালবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রথমে বীরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরে জেলার বিভিন্ন আদিবাসী সঙ্গীত ও সমাজ কমিটিদের ধামসা, মাদল, বাঁশি বিতরণ করা হয়।একইসঙ্গে জয় জোহার, রুপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সরকারি পরিকল্পনার পরিষেবা সুবিধাভোগীদের প্রদান করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিং এর জেলাশাসক এস পন্নমবলম, শিলিগুড়ির কমিশনার অখিলেশ চতুর্বেদী, পুলিস সুপার সন্তোষ নিম্বলকর, বিডিও অরিন্দম মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা।
