বীরসা মুন্ডা কলেজের এন‌এস‌এস ইউনিটের তরফে রক্তদান শিবিরের আয়োজন

নকশালবাড়ি, ২৮ জানুয়ারিঃ রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো নকশালবাড়ির বীরসা মুন্ডা কলেজের এন‌এস‌এস ইউনিট।


মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন শিবিরে রক্তদান করেন কলেজের অধ্যক্ষ ডঃ বীরেন্দ্র মৃধা সহ কলেজের অধ্যাপক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

এই বিষয়ে এন‌এস‌এস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক রত্না পাল জানান, এনএস‌এস ইউনিট বিভিন্ন সময়ে একাধিক সামাজিক কাজকর্ম কাজ করে।সামাজিক কাজকর্মের একটি অঙ্গ রক্তদান শিবির।


কলেজের অধ্যক্ষ ডঃ বীরেন্দ্র মৃধা বলেন, ন্যাকের তরফে B+ গ্র্যাড পাওয়ার পর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল।গত ৫ বছরে কলেজের অনেক অগ্রগতি করেছে এবং আগামীদিনেও আরও অগ্রগতি হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *