শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ আদিবাসী বিকাশ সংগঠনের ও আদিবাসী জনমুক্তি মোর্চার তরফে গাড়িধুরা এলাকায় পালিত হল বিরসা মুন্ডার ১৪৫ তম জন্মজয়ন্তী।
গত ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ছিল।করোনা আবহে জন্মজয়ন্তীর অনুষ্ঠান পিছিয়ে আজ পালন করা হল।এদিনের অনুষ্ঠানে জিটিএ এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এদিন বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জিটিএ সদস্য অরুন সিংহ।এছাড়াও উপস্থিত ছিলেন জিটিএ সদস্যা অনু ছেত্রী, আদিবাসী বিকাশ সংগঠনের সেন্ট্রাল কমিটির সভাপতি গুলশন বরাইক, মুখপাত্র অমিত বরাইক সহ অন্যান্যরা।আদিবাসী নৃত্য, গান ও বিরষা মুন্ডার জীবনী নিয়ে পর্যালোচনা হয় এদিনের অনুষ্ঠানে।
আদিবাসী বিকাশ সংগঠনের সভাপতি গুলশন বরাইক বলেন, প্রতিবছরই বিরসা মুন্ডার জন্মজয়ন্তী বড় আকারে পালন করা হয়ে থাকে।এবারে করোনা পরিস্থিতিতে দিন পিছিয়ে জন্মজয়ন্তী পালন করা হল।লকডাউনের পর এই প্রথম অনুষ্ঠানের আয়োজন করায় খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ।