শিলিগুড়ি, ৯ মেঃ সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী।
এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদ সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা।এছাড়া শিলিগুড়ির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা রবীন্দ্রনাথের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, প্রতিবছই আনন্দের সাথে দিনটি পালন করা হয়।এবারেও নাচ-গান রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
অন্যদিকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রবীন্দ্র জন্মজয়ন্তীতে শিলিগুড়ি শহরবাসীকে শুভেচ্ছা জানাই।রবীন্দ্রনাথ বাঙালির স্পর্ধা।রবীন্দ্রনাথকে আঁকড়ে বাঙালি তার পথকে প্রশস্ত করেছে।