শিলিগুড়ি পুরনিগমে ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত‍্যুবার্ষিকী পালন

শিলিগুড়ি, ১ জুলাইঃ ডাক্তার বিধান চন্দ্র রায়ের ১৪২ তম জন্মদিন ও ৬১ তম মৃত‍্যুবার্ষিকী পালন করলো শিলিগুড়ি পুরনিগম।


এদিন শিলিগুড়ি পুরনিগমে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।ডাক্তার বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব, পুর-চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যান সহ অন্যান্যরা।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişholiganbetJOJO BETgrandpashabetbahsegel girişcasino siteleribets10casibomcasibom girişcasibom giriscasibomonwingrandpashabet giriş