রাজগঞ্জ, ২৯ নভেম্বরঃ রাজগঞ্জের আমবাড়িতে বিস্কুট কারখানা লকআউট ঘোষনা করেছে কারখানা কর্তৃপক্ষ।এদিন কারখানা চালু করার দাবিতে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা।সোমবার তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সম্পাদক তপনদের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়।
আমবাড়ির সঞ্জয় বিস্কুটস কারখানায় প্রায় ১৫০ জন শ্রমিক কাজ করেন।শনিবার কারখানা কর্তৃপক্ষ লকআউট ঘোষণা করে।মালিকপক্ষের অভিযোগ, শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।কোনও কারণ ছাড়াই যখন-তখন উৎপাদন বন্ধ রাখছে।অনুমতি ছাড়া ছুটি নিচ্ছে।উৎপাদিত পণ্য বাইরে যেতে না দেওয়ায় প্রায় ৯ লক্ষ টাকার উৎপাদন নষ্ট হয়েছে।তাই কারখানাটি লকআউট করতে বাধ্য হয়েছেন তারা।
যদিও তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সম্পাদক তপন দে বলেন, মালিকপক্ষ সঠিক সময়ে শ্রমিকদের বেতন দিচ্ছেন না।বেতন থেকে ইএসআই এবং পিএফ এর জন্য টাকা কেটে নিলেও তা জমা করছেন না।এখনও পুজোর বোনাস দেননি।এছাড়া কারখানায় দুটি পাখি মারা যাওয়ায় তখনকার পণ্য নিতে চায়নি কোম্পানি।কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের ওপর দোষ চাপাচ্ছেন।অবিলম্বে কারখানা চালু করার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি।