শিলিগুড়ি, ৭ মার্চঃ শিলিগুড়িতে পরপর বিভিন্ন অগ্নিকান্ডের ঘটনার পর বিশেষ অভিযানে দমকলের আধিকারিকেরা।শনিবার মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে বিশেষ অভিযান চালান তারা।
এদিন মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আপদকালীন সাইরেন, আগুন লাগার পর রোগী স্থানান্তরিত সহ নানান দিক খতিয়ে দেখেন দমকল আধিকারিকেরা।
এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, দমকল বিভাগের এমন অভিযানে সমস্ত বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন সংস্থাগুলি আরও বেশী সচেতন হবে।অগ্নিনির্বাপণ বিষয়ে আমাদের মাঝে মিধ্যেই মকড্রিল হয়ে থাকে। এছাড়াও নিরাপত্তা রক্ষী সহ সমস্ত কর্মীদের এবিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়।
শিলিগুড়ি দমকল আধিকারিক ভাস্কর নাগ বলেন, শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায় লাগাতার এই অভিযান চলবে।বিভিন্ন বেসরকারি হাসপাতাল, শপিং মল সহ হোটেলগুলিরও অগ্নিনির্বাপন ব্যবস্থা সঠিক রয়েছে কিনা সেবিষয়ে নজরদারি চলবে।