শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ বিশ্ব প্রতিবন্ধী দিবসের পূর্বে উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও বিকলাঙ্গ সেবা সংস্থার তরফে দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শীতবস্ত্র, ফল ও বৈশাখী বিতরণ করা হল।
বৃহস্পতিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের নিকট স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্প বিতরণ করে তাদের কর্মসূচী শুরু হয়। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি পদযাত্রা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত, ডঃ শীর্ষেন্দু পাল সহ অন্যান্যরা।
এদিন উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও বিকলাঙ্গ সেবা সংস্থার সদস্য ডক্টর শীর্ষেন্দু পাল বলেন, ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই কথা মাথায় রেখে বিশেষভাবে সক্ষমদের সাথে থেকে তাদের মনোবল বাড়াচ্ছি। পাশাপাশি তাদের মধ্যে শীতবস্ত্র, ফল ও বৈশাখী বিতরণ করা হয়েছে।