রাজগঞ্জ, ১৩ সেপ্টেম্বরঃ বিশেষ চাহিদা সম্পন্ন ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানালেন অসহায় মা।রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত ফাড়াবাড়ি ভেলকিপাড়ার বাসিন্দা মিনা বর্মনের ছেলে মলয় বর্মন (১০) জন্মের পর থেকেই বিশেষচাহিদা সম্পন্ন।অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে পারেনি দিনমজুর পরিবারটি।
জানা গিয়েছে, স্বামী ও দুই ছেলে রয়েছে মিনা দেবীর।স্বামী বিজয় বর্মন শিলিগুড়িতে দিনমজুরের কাজ করেন এবং ও মিনা বর্মন বাড়িতে মালা গাথেন।কোনরকমে সংসার চলে তাদের।
মিনা বর্মন জানান, জন্মের পর থেকেই ছেলে অসুস্থ।চলা-ফেরা, খাওয়া দাওয়া, কিছুই করতে পারে না।এমনকি কথাও বলতে পারেনা।বিশেষ চাহিদা সম্পন্ন সার্টিফিকেটও রয়েছে কিন্তু সরকারিভাবে কোনো সাহায্য মেলেনি।তাই সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারটি।