শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি (জয়পুর) এবং শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ইন্ডোর স্টেডিয়ামে প্রায় ৩০০ জন বিশেষ চাহিদাসম্পন্নকে হুইলচেয়ার, জরুরী সামগ্রী এবং শংসাপত্র তুলে দেওয়া হল।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মিলি সিনহা সহ অন্যান্যরা।এদিন বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ তুলে দেওয়া হয়।শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি চলবে।
এদিন মেয়র গৌতম দেব জানান, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হল।এছাড়া সার্টিফিকেটও তুলে দেওয়া হয়।তিনদিন ধরে এই কর্মসূচি চলবে।গোটা শিলিগুড়ি জুড়েই এই কর্মসূচি চলবে বলে জানান তিনি।