রাজগঞ্জ, ৩১ ডিসেম্বরঃ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে জন্মদিন পালন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
৩১ ডিসেম্বর বিধায়কের ৭৩ তম জন্মদিন।মঙ্গলবার রাজগঞ্জের বাখোয়াবাড়ি এলাকার হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপড চিলড্রেন হোমের শিশুদের নিয়ে নিজের জন্মদিন পালন করলেন।শিশুদের সঙ্গে কেক কাটেন তিনি।এরপর শিশুদের হাতে কম্বল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী ও অন্যান্য সামগ্রী তুলে দেন।
এই বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, প্রতিবার বিভিন্ন আমার জন্মদিন পালন করা হয়। কিন্তু দীর্ঘদিন থেকে ইচ্ছে ছিল ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে জন্মদিন পালন করার।আজ তাই হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপড চিলড্রেন হোমের শিশুদের নিয়ে জন্মদিন পালন করলাম।খুব ভালো লাগছে।
এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা।