SIR শুনানির ডাক বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারকে, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নকশালবাড়ি, ৩ জানুয়ারিঃ SIR শুনানির ডাক পড়েছে বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারের। ফের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।


নকশালবাড়ি বিডিও অফিসে শুনানিতে উপস্থিত হন বিশেষ চাহিদাসম্পন্ন তীর্থ বাহাদুর রাই। জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন তীর্থ। বাগডোগরার সুকান্তপল্লীর বাসিন্দা তীর্থ ৬০% শারীরিক অক্ষম।রাজ্য সরকারের মানবিক ভাতাও পায় সে।

২০০২ সালে পরিবারের কারো নাম না থাকায় শুনানিতে আসতে হয়েছে। ৯ কিমি দূর থেকে গাড়ি ভাড়া করে দাদা ও স্ত্রীর সঙ্গে এসেছেন তিনি।কথা বলতেও অসুবিধা হয় তীর্থ বাহাদুরের।


বাড়িতে গিয়ে এই কাজ করলে সুবিধা হত বলে জানান তীর্থ বাহাদুরের দাদা সুষে রাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *