রাজগঞ্জ, ১২ মার্চঃ বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার উদ্দেশ্যে নাম নথীভুক্তকরণের জন্য শিবিরের আয়োজন করা হল রাজগঞ্জে।
শনিবার রাজগঞ্জ কলেজে এই শিবিরে আয়োজন করা হয়।রাজগঞ্জ ব্লকের বিভিন্ন যায়গা থেকে বিশেষভাবে সক্ষম ও বয়স্করা এই শিবিরে আসেন।এদিন এই শিবিরে প্রায় ৪০০ জনের রেজিস্ট্রেশন করা হয়েছে।
রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার বলেন, জলপাইগুড়ি জেলা প্রশাসন ও কলকাতার এলিমকোর যৌথ উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা রেডক্রস সোসাইটির সহযোগিতায় বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের চিহ্নিতকরণ শিবির করা হচ্ছে।তাদের মধ্যে কার কি সরঞ্জাম প্রয়োজন তা জেনে নেওয়া হচ্ছে।আগামী মে-জুন মাসের মধ্যে উপভোক্তাদের হাতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হবে।