রাজগঞ্জ, ৮ ডিসেম্বরঃ বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের আকারিগছ গ্রামে।শ্বশুরবাড়ির বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলো মৃতার পরিবার।
জানা গিয়েছে, এক বছর আগে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগছ গ্রামের সাহেনা বেগমের সঙ্গে সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের পশ্চিম বালাবাড়ি গ্রামের মহাম্মদ ইমরানের সামাজিক মতে বিয়ে হয়।তাদের চার মাসের এক পুত্র সন্তান রয়েছে।
অভিযোগ,বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে সাহিনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। অশান্তি চরমে উঠে গত নভেম্বর মাসের ১৩ তারিখ।সাহিনাকে বিষ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতার পরিবার। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।কয়েক লক্ষ টাকা খরচে চিকিৎসা করিয়েও তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় দুদিন আগে বাবার বাড়িতে নিয়ে আসা হয় গৃহবধূকে।অবশেষে রবিবার সকালে মৃত্যু হয় তারা।ঘটনার পরই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক মৃতার শ্বশুরবাড়ির লোকজন।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।