রাজগঞ্জ, ২ জুনঃ পান্তা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বনিজোতে।মৃতার নাম বাবলি খাতুন।
জানা গিয়েছে, প্রায় ১৪ বছর আগে পূর্ব বনিজোতের লখিবর রহমানের সঙ্গে একই গ্রাম পঞ্চায়েতের ভোলাপাড়ার বাবলি খাতুনের সামাজিক মতে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা বাবলিকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে।টাকা না দেওয়ায় অত্যাচার শুরু করে বলে অভিযোগ।তাদের দুই কন্যা সন্তানও রয়েছে।এদিকে দুই বছর আগে তার স্বামী লখিবর দ্বিতীয় বিয়ে করে।এরপর থেকে বাবলি মানুষের বাড়িতে কাজ শুরু করে।
বৃহস্পতিবার দুপুরে কাজ থেকে বাড়িতে এসে পান্তা ভাত খেতে বসে।কয়েকবার খাওয়ার পরই শুরু হয় বমি।এরপর তাকে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শুক্রবার সকালে সেখানে মৃত্যু হয় বাবলির।
বাবলির বাপের বাড়ির সদস্যদের সন্দেহ পরিকল্পিতভাবে পান্তা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে রাখা হয়েছিল।অভিযোগ, সেই খাবার খাইয়ে বাবলিকে খুন করা হয়েছে।পরিবারের তরফে মৃতার স্বামী ও দ্বিতীয় স্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ হয়।সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
রাজগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।তাদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।যদিও বাবলির স্বামী সহ অন্য সদস্যরা পলাতক।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।