আলিপুরদুয়ার, ২০ মার্চঃ আলিপুরদুয়ারের পারোকাটা এলাকায় বাইসনের হানায় মৃত্যু হল এক বৃদ্ধের, আহত আরও ২ জন।মৃতের নাম নারায়ণ দাস(৭২)।
জানা গিয়েছে, শনিবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পারোকাটা এলাকায় প্রবেশ করে দুটি বাইসন।এরপর রবিবার সকালে পারোকাটা এলাকায় একটি বাইসন দেখতে পায় এলাকার বাসিন্দারা।বাইসনের হানায় আহত হয় এক বৃদ্ধ সহ ৩ জন।আহতদের উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে বৃদ্ধকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে বাইসনটি এলাকার একটি বাঁশ ঝাড়ে আশ্রয় নেয়।বাইসনটিকে কাবু করতে দুবার ঘুমপাড়ানি গুলি ছোঁড়ে বনকর্মীরা।এরপরই বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা।