শিলিগুড়ি, ২০ অক্টোম্বরঃ ‘বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৩’ সম্মানে সম্মানিত হল ১২টি ক্লাব।সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপসজ্জা এবং সেরা সমাজসচেতনতা বিভাগে ক্লাবগুলিকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে।আজ ক্লাব সদস্যদের হাতে স্মারক সহ আর্থিক পুরস্কার তুলে দেন দার্জিলিং এর এডিএম।
প্রত্যেক বছর রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে শারদ সম্মানের আয়োজন করা হয়।এবছরও শিলিগুড়িতে শারদ সম্মানে সম্মানিত করা হল ক্লাবগুলিকে।এদিন এডিএম ক্লাব গুলির নাম ঘোষণা করেন।
এবছর শারদ সম্মান ২০২৩ সেরা পুজো বিভাগে সম্মানিত হয়েছে বাতাসীর পিএসএ ক্লাব এবং শিলিগুড়ির রবীন্দ্র সংঘ ও সুব্রত সংঘ।এই তিন ক্লাবকে শারদ সম্মান ট্রফি ও ৫০ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।
শারদ সম্মান ২০২৩ সেরা প্রতিমার সম্মান পেয়েছে মিলনপল্লী রেনেসাঁ ক্লাব, উপকার অ্যাথলেটিক ক্লাব এবং উত্তররায়ণ সার্বজনীন পূজা কমিটি।
শারদ সম্মান ২০২৩ সেরা মন্ডপসজ্জা সম্মানে সম্মানিত হয়েছে লোয়ার বাগডোগরা সার্বজনীন দূর্গা পূজা কমিটি, শিলিগুড়ির জাতীয় তরুণ সংঘ এবং স্বস্তিকা যুবক সংঘ।
শারদ সম্মান ২০২৩ সমাজসচেতনতা বিভাগে সম্মানিত হয়েছে জাগৃতি সেবক সমিতি, ভারতনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং মিলনপল্লী সার্বজনীন দূর্গা পূজা কমিটি।