বাগডোগরা, ৩০ জুলাইঃ আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। সমাজে নারী ও শিশু পাচার রুখতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এল স্বেচ্ছাসবী সংগঠন দার্জিলিং মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার।
রবিবার বাগডোগরা ও নকশালবাড়িতে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন করল দার্জিলিং মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার। এদিন নাটকের মাধ্যমে সচেতনা বৃদ্ধির পাশাপাশি হাতে প্ল্যাকর্ড নিয়ে সচেতনতায় অংশ নেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের কোর্ডিনেটর কৌশিক রায় চৌধুরী জানান, বিভিন্ন এলাকায় ভুল বুঝিয়ে মানব পাচার হয়। পাচার রুখতে এই সচেতনতা শিবির করা হল। মোবাইল ফোন আসার পর থেকে এই পাচারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সকলেই এগিয়ে আসতে হবে।