খড়িবাড়ি, ২৮ জুলাইঃ বিশ্ব মানব পাচার দিবসকে সামনে রেখে সমাজে নারী ও শিশু পাচার রুখতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শুক্রবার খড়িবাড়ির সবুজ সংঘ ক্লাবের মাঠে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন করল দার্জিলিং মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টার।
জানা গিয়েছে, এদিন খড়িবাড়ি বিডিও অফিস থেকে একটি র্যালির মাধ্যমে সচেতনা বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কোর্ডিনেটর কৌশিক রায়চৌধুরী জানান, মানব পাচার রুখতে এই সচেতনতা শিবির করা হল। প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার থিম নিয়ে এবছর কাজ করা হচ্ছে।
এদিন শিবিরে কাঞ্চনজঙ্ঘা উদ্ধার কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।