ইসলামপুর, ৩০ অক্টোবরঃবিদ্যুতের তারের সংস্পর্শে বিশ্ব নবী দিবসের জুলুসে অগ্নিকান্ডের ঘটনা।অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুজনের।আহত ১৩ জন।শুক্রবার সকালে ইসলামপুর থানার শিয়ালতোর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।মৃতদের নাম অঞ্জলি খাতুন(১০) ও মহম্মদ রাজাব (১১)।
ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য।
মন্ত্রী গোলাম রাব্বানী জানান,একটি বিশেষ দিনে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত।বিদ্যুতের তার নিচে ছিল কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তৎপরতার সঙ্গে এদের চিকিৎসার বিষয়েও হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন মন্ত্রী।