বাগডোগরা, ৫ জুনঃ প্রতিবছরের মত এবারও কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল।
এদিন বাগডোগরা ব্যাঙডুবি গেস্ট হাউসে প্রদীপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সূচনা করেন কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে।সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশীষ দত্ত সহ অন্যান্যরা।পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও আগামীদিনে প্লাস্টিক মুক্ত সমাজ গঠন করার বিষয়ে জোর দেওয়া হয়।এদিন বৃক্ষরোপণ করে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণ করার কথা বলেন কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও।এবারে পরিবেশ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী অঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।আজ প্রতিযোগিতায় সেরাদের পুরস্কার প্রদান করা হয়।
এদিন ডিএফও দেবেশ পান্ডে জানান, পরিবেশ রক্ষা করতে আমাদের এগিয়ে আসতে হবে।পরিবেশের জন্য আমরা আছি।তাই পরিবেশকে বাঁচানো আমাদের দায়িত্ব।পরিবেশ বাঁচলে সমাজ যেমন সুরক্ষিত হবে তেমনি আগামীদিনে বিশ্ব উষ্ণায়নের যে সংকট চিন্তায় ফেলছে তা থেকে কিছুটা মুক্তি পাব আমরা।