নকশালবাড়ি, ৩ ডিসেম্বরঃ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল নকশালবাড়ি হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটি।
এদিন প্রথমে নকশালবাড়িতে শোভাযাত্রার মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির ও অঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার সহ অন্যান্যরা।
সোসাইটির কোষাধ্যক্ষ পার্থ ভৌমিক জানান, বিশেষ চাহিদা সম্পন্নদের মানবিক প্রকল্পের আওতায় আনার পাশাপাশি তাদের সার্টিফিকেট প্রদান সহ বিভিন্নভাবে পাশে দাঁড়ানোর কাজ করছে এই সোসাইটি।