নকশালবাড়ি, ৩ ডিসেম্বরঃ ২৭তম বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করলো নকশালবাড়ি হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি।
এদিন প্রথমে নকশালবাড়িতে শোভাযাত্রার আয়োজন করা হয়।এই শোভাযাত্রায় সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।এরপর সোসাইটিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও অঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, সোসাইটির সভাপতি গনেশ চন্দ্র দে, প্রধান জয়ন্তী কিরো সহ অন্যান্যরা।
এই বিষয়ে সোসাইটির সহ সভাপতি বিশ্বজিৎ বসু জানান, শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে।বিশেষ চাহিদাসম্পন্ন ভাইবোনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
অন্যদিকে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, সোসাইটি যা যা সহযোগিতা চেয়েছেন তা করা হয়েছে। আগামীদিনেও সোসাইটির পাশে রয়েছি।এদিন রাজ্য সরকারের মানবিক প্রকল্পের সুবিধা নিয়েও সকলকে অবগত করা হয়েছে।