ফুলবাড়ি, ১৫ সেপ্টেম্বরঃ সম্প্রীতির নিদর্শন ফুলবাড়ি সীমান্তের বিশ্বকর্মা পূজা। দীর্ঘ ২৭ বছর ধরে হিন্দু, মুসলিম সর্ব ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে এই বিশ্বকর্মা পূজা করে আসছেন।এই পূজোর মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন তারা।
জানা গিয়েছে, ফুলবাড়ি সীমান্তে হাজার হাজার ট্রাক বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করে।রয়েছে কয়েকটি অ্যাসোসিয়েশন।ট্রাক চালক, মালিক সকলেই মিলে ধুমধাম করে এই পুজো করে আসছেন।যদিও এবছর তাদের আয়োজনে কিছুটা ভাটা পরেছে।বাংলাদেশ সীমান্তের বাণিজ্যেও অনেকটাই কমে গিয়েছে।তাই এবছর একটু ছোট করেই পুজোর আয়োজন করেছেন তারা।তবে এই আয়োজনের মধ্যে ভাটা পরেনি সম্প্রীতির মেলবন্ধনের।
এই বিষয়ে শুভঙ্কর নস্কর ও আব্দুল খালেক বলেন, সম্প্রীতির মেলবন্ধনে এই বিশ্বকর্মা পূজো দীর্ঘদিন থেকে হয়ে আসছে।প্রতিবছর সব ধর্মের মানুষ মিলে এই পুজো করে আসছেন। এবছর তার প্রস্তুতি চলছে জোর কদমে। কলকাতার কুমারটুলি থেকে প্রতিমা আনা হচ্ছে। এছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবারের মত এবারও সীমান্তের এই পুজো দেখতে বহু মানুষের ঢল নামবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা।