শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ ছট পুণ্যার্থীদের কথা মাথায় রেখে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের দুই জায়গায় রেলিং ভেঙে দিল পুরনিগম।আর্থিক ক্ষতি হলেও বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে পুরনিগমকে।মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।
অশোক ভট্টাচার্য বলেন, শিলিগুড়িতে এবারে ১৪৫ টি ঘাটে ছটপুজোর আয়োজন করা হচ্ছে।কলকাতা হাইকোর্ট এবং গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশিকার কথা মাথায় রেখেই প্রতিটি ঘাটের পরিকাঠামোগত উন্নয়ন করেছে পুরনিগম।
পাশাপাশি দুর্গাপুজো এবং কালীপুজোর মতই শব্দবাজি না ফাটিয়ে ছট পুজো পালন করবেন শহরবাসী এমনটাই আশাবাদী অশোকবাবু।