শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ জাতীয় স্তরের অ্যাথলেটিক্সে অংশ নিয়ে একের পর এক পদক।নজির গড়েছে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা বিট্টু দাস।তবে আর্থিক অনটন তার ক্রীড়াজীবনের পথে বড় বাঁধা হয়ে দাঁড়ায়।এই খবর পেয়ে তার পাশে দাঁড়ালেন সমাজসেবী শুভ দাস।
চলতি মাসেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন বিট্টু দাস।কিন্তু প্রতিযোগিতার জন্য প্রয়োজন উন্নতমানের জুতো।তা কেনার সামর্থ্য ছিল না পরিবারের।বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে শুভ দাস।জুতো কেনার সম্পূর্ণ অর্থ তুলে দেন তিনি।আগামীদিনেও বিট্টুর পাশে থাকার আশ্বাস দেন তিনি।
ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা বিট্টু দাসের।পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধূলা চালিয়ে যাচ্ছে।ভবিষ্যতে দেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন দেখছে এই তরুণ।
