শিলিগুড়ি,১৫ ফেব্রুয়ারিঃ যে কোনও বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ে সিভিল ডিফেন্সের সদস্যরা।দীর্ঘদিন ধরেই তাদের স্থায়ীকরনের দাবি উঠে আসছে।এবারে এই দাবি নিয়ে উত্তরকন্যা অভিযানে শামিল হল ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সোমবার এই মিছিলে শামিল হতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয় শতাধিক সদস্য।এরপর শিলিগুড়ির কাওয়াখালি থেকে মিছিলটি শুরু করে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন তারা।যদিও প্রথমে নৌকাঘাট ও পরে তিনবাত্তি মোড়ে মিছিলটি আটকে দেয় পুলিশ।এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা।পরবর্তীতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উত্তরকন্যায় গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে একটি দাবিসম্মিলিত স্মারকলিপি প্রদান করেন।
রাজ্য সিভিল ডিফেন্সের চেয়ারপার্সন জয়গোপাল ভৌমিক বলেন, স্থায়ীকরণ সহ মোট ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।অবিলম্বে তা বাস্তবায়িত করতে হবে।অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে বেছে নেবেন তারা।