বিভিন্ন দাবিতে বিক্ষোভ দার্জিলিং জেলা বামফ্রন্টের

শিলিগুড়ি, ২৮ জুনঃ পেট্রোপন্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মুল্যবৃদ্ধি রোধ,গণ টিকাকরন সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখালো দার্জিলিং জেলা বামফ্রন্ট।


জানা গিয়েছে, গত ২৪ জুন থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে বামফ্রন্টের তরফে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।আজ শিলিগুড়ির বর্ধমান রোডে একটি পেট্রোল পাম্পের সামনে দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসুচি গ্রহন করা হয়।এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক জীবেশ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।

সিপিআইএম এর জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, বর্তমান পরিস্থিতিতে পেট্রোপন্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে সরকারের এই বিষয়ে নজরদারি নেই।কোভিড পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকার সর্বজনীন টিকাকরণের ক্ষেত্রে ব্যর্থ।রাজ্যে টিকা নিয়ে দুর্নীতি হচ্ছে।ভ্যাকসিন দুর্নীতি নিয়ে তদন্তের দাবীও জানান তিনি।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Siteler