রাজগঞ্জ, ৭ ফেব্রুয়ারিঃ সরস্বতী পুজোর প্রসাদ না পাওয়া সহ বিভিন্ন দাবিতে কলেজে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করল রাজগঞ্জ কলেজের পড়ুয়ারা।
সোমবার রাজগঞ্জ কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবিতে প্রিন্সিপাল রুমের সামনে বসে বিক্ষোভ দেখায়।পুনরায় সকল ছাত্র-ছাত্রীদের সরস্বতী পুজোর প্রসাদ খাওয়াতে হবে,কলেজে পানীয় জলের ব্যবস্থা ও বিগত তিন বছরে সরস্বতী পুজোর হিসেব দিতে হবে এই সমস্ত দাবি জানান পড়ুয়ারা।
এই বিষয়ে কলেজের ছাত্র ইয়াসিন আলি বলেন, গত দুই বছর কলেজে সরস্বতী পূজা করা হয়নি এবং খিচুড়িও খাওয়ানো হয়নি।এবছর খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হলেও অনেক পড়ুয়া খিচুড়ি না পেয়ে বাড়ি চলে গেছে।কলেজে প্রায় হাজার ছাত্র, কিন্তু মাত্র ৮০০ জনের খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয়।তাই পুনরায় খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করার দাবী তোলা হয়েছে।এছাড়া কলেজে পানীয় জলের ব্যবস্থা, পড়ুয়াদের পরিচয়পত্র সহ কয়েকটি দাবিতে বিক্ষোভ দেখানো হয়।
অন্যদিকে রাজগঞ্জ কলেজের প্রিন্সিপাল ডঃ হরপ্রসাদ মিশ্র জানান, কলেজের কালচারাল কমিটি ও পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই খিচুড়ির আয়োজন করা হয়।পুজোর দিন আবহাওয়া খারাপ থাকার জন্য এক হাজার পড়ুয়ার জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছিল।পুজোর সময় মাত্র ৩০ জন ছাত্র-ছাত্রী কলেজে উপস্থিত থাকলেও পরে ছাত্র সংখ্যা বেড়ে যায়।খিচুড়ি নিয়ে যে সমস্যা হয়েছে তা নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।