নকশালবাড়ি, ৬ জানুয়ারিঃ চা শ্রমিকদের কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে বাগান কর্তৃপক্ষ এই অভিযোগ তুলে নকশালবাড়ি চা বাগানে বিক্ষোভ প্রদর্শন করল বাম প্রভাবিত দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়ন ও তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইএনটিটিইউসি ইউনিয়ন।
সোমবার শাসক বিরোধী দুই ইউনিয়নের যৌথ উদ্যোগে চা শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।যৌথ সংগঠনের দাবি, চা শ্রমিকদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সঠিক সময়ে মজুরি প্রদান, পিএফ ও গ্রাচ্যুইটির টাকা দিতে হবে।
অন্যদিকে নকশালবাড়ি চা বাগান ম্যানেজার কৌশিক দাস জানান, বাগান কর্তৃপক্ষ বিগত কয়েক বছর ধরে আর্থিক সমস্যায় রয়েছে।তবুও শ্রমিকদের মজুরি, পিএফ ও গ্রাচ্যুইটি দেওয়া হয়। কোনো শ্রমিকদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয় না, যার যা কাজ তা দেওয়া হয়েছে এবং বাকিদের ৮ ঘন্টা কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।