শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ রেলওয়ে জলবণ্টন দপ্তরের অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে সরব হল আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখা।
করোনার জেরে দেশজুড়ে শুরু হয় লকডাউন।বর্তমানে আনলকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে।তবে স্বাভাবিক হয়নি ট্রেন চলাচলে।এর ফলে বিপাকে পড়েছেন রেলের অস্থায়ী জলবণ্টন কর্মীরা।
সংগঠনের সদস্যরা জানান, ট্রেন চলাচল না করায় অনেকেই বর্তমানে কর্মহীন, মেলেনি বকেয়া।অবিলম্বে তাদের বকেয়া ও পুনরায় কাজে নিযুক্ত করার দাবি জানিয়ে শুক্রবার রেলের এডিআরএমকে স্মারকলিপি প্রদান করে আইএনটিটিইউসি এনজেপি শাখা।এদিন সংগঠনের সভাপতি প্রসেনজিৎ রায়ের নেতৃত্বে এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়।