শিলিগুড়ি, ৩০ আগস্টঃ শহরের যানযট সমস্যা, ভ্যাকসিন, অক্সিজেন প্ল্যান্ট নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি ভিত্তিক বৈঠক সারলেন পুর প্রশাসক গৌতম দেব।এদিনের বৈঠকে পরিবহন,স্বাস্থ্য,পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এদিন প্রশাসক গৌতম দেব বলেন, শহরে টোটো নিয়ন্ত্রনে যানযট সমস্যা কিছুটা হলেও নিরসন হয়েছে।তবে সম্পুর্নভাবে যানযট মুক্ত শহর করতে তৎপর শিলিগুড়ি পুরনিগম এবং পুলিশ প্রশাসন।শহরের মধ্যে থাকা বাসস্ট্যান্ড গুলিকে শহরের বাইরে অন্যত্র সরানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে দ্রুত স্থায়ী অক্সিজেন প্ল্যান্ট চালু ও শহরের সমস্থ নাগরিককে দ্রুত করোনা টিকার আওতায় আনার কথাও জানান তিনি।