শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।মাধ্যমিক পরীক্ষার জন্য গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং।
এদিন শহরের সমস্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাকেশ সিং।পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পুলিশকর্মীদের নির্দেশ দেন।
এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, সমস্ত পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে।পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এবং বাড়ি ফিরতে কোনও সমস্যা যাতে না তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামাণিক বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।