রাজগঞ্জ, ২১ জানুয়ারিঃ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে এল কেন্দ্রের প্রতিনিধি দল।
শুক্রবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত ও ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনে আসেন।কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ খতিয়ে দেখেন।প্রথমে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে সমস্ত নথীপত্র খতিয়ে দেখেন।পরে বিভিন্ন এলাকায় গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন তারা।উপভোক্তারা ১০০ দিনের কাজ ঠিকমত পাচ্ছেন কিনা, কতদিন কাজ পেয়েছেন, কাজের টাকা ঢুকেছে কিনা বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন।
এই বিষয়ে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায় বলেন, আজ কেন্দ্রের বেশ কয়েকজনের একটি প্রতিনিধি দল কেন্দ্র সরকারের যেসব প্রকল্প রয়েছে ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে খতিয়ে দেখেন।কাজের বিষয়ে তথ্য নিয়ে এলাকা পরিদর্শনে যান।
যদিও এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল সংবাদমাধ্যমের কাছে কোনরকম মন্তব্য করতে চাননি।