শিলিগুড়ি, ৩০ আগস্টঃ মহার্ঘভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবিতে রাজ্য ব্যাপী বিভিন্ন সরকারি দপ্তরে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করল সরকারি কর্মীরা।
শিলিগুড়িতেও কর্মবিরতি পালন করা হয়।পাশাপাশি শূন্যপদে কর্মী নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সরব হয় রাজ্য কো-অর্ডিনেশন কমিটির দার্জিলিং জেলার সদস্যরা।এদিন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহন করা হয়।রাজ্যে সরকারি কর্মচারীদের অভিযোগ, অন্যান্য রাজ্যে সরকারি দপ্তরের কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি হলেও এই রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি হয়নি।
এই বিষয়ে সংঠনের জেলা সম্পাদক মৃত্যঞ্জয় সরকার জানান,যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো।
