শিলিগুড়ি, ১৯ মেঃ করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এদিনের বৈঠকে স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা শোনেন তিনি।বৈঠকে সিদ্ধান্ত নেন দ্রুত সমস্ত পশুপ্রেমী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে পুরনিগমের পক্ষ থেকে ‘পাস’ দেওয়া হবে।এই পাসের সাহায্যে লকডাউন চলাকালীন তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবেন।
দ্বিতীয় দফায় এদিন অক্সিজেন উৎপাদনকারী সংস্থা সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন প্রশাসক গৌতম দেব।আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা সারেন তিনি।
মানুষ যাতে ন্যায্য মূল্যে অক্সিজেন সহ করোনা চিকিৎসার সমস্ত ঔষধ যাতে সঠিক মুল্য দিয়ে পর্যাপ্ত পরিমানে পান তার উপর নজর দিয়েছে শিলিগুড়ি পুরনিগম এমনটাই জানান তিনি।