শিলিগুড়ি,২১ এপ্রিলঃ শিলিগুড়ি শহরের ২টি বেসরকারি হাসপাতালকে পুনরায় নিজ অধীনে নিয়ে কোভিড হাসপাতাল হিসেবে চালু করুক সরকার।এই দাবি জানিয়ে বুধবার পুরনিগমের আধিকারিককে স্মারকলিপি দিলেন প্রাক্তন বাম জনপ্রতিনিধিরা।এছাড়াও কোভিড পরীক্ষা কেন্দ্রগুলিকেও পুনরায় সক্রিয় করার দাবি জানান তারা।
বাম জনপ্রতিনিধিরা জানান,করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।বেড়েছে মৃত্যুর সংখ্যাও।শিলিগুড়িতেও বহু মানুষ বর্তমানে করোনা পজিটিভ।তবে এই সমস্ত কিছুর মধ্যেও গা ছাড়া ভাব রাজ্যের।সরকারি চিকিৎসা পরিসেবার অভাবে আক্রান্তরা বাড়িতেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রয়েছেন।বর্তমানে শহরে শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করোনা চিকিৎসায় ব্রতি রয়েছে।তাই পুনরায় শিলিগুড়ি শহরের ২টি বেসরকারি হাসপাতালকে নিজ অধীনে নিয়ে কোভিড হাসপাতাল হিসেবে চালু করুক সরকার।