জলপাইগুড়ি,২৪ সেপ্টেম্বরঃ জলপাইগুড়ি শহরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কমিটি গঠন করার দাবি তুললো বিদ্যাসাগর অনুগামী মুক্ত মঞ্চ।বৃহস্পতিবার এই দাবি নিয়ে ডিপিএসসি দপ্তরের ভেতরে থাকা বিদ্যাসাগর মূর্তির সামনে অবস্থান জমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিনের অবস্থান বিক্ষোভ থেকে দাবি করা হয়, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির সংস্কার ও রক্ষণাবেক্ষণ করতে হবে সারা বছর।
মুক্ত মঞ্চের অভিযোগ, একাধিকবার ডিপিএসসি দপ্তরকে জানানো হয় বিদ্যাসাগরের মূর্তি সংস্কার করার জন্য।কিন্তু দাবি মানা হয়নি বলে অভিযোগ করেন মুক্ত মঞ্চের সদস্য বিপ্লব ঝাঁ।তিনি বলেন, বেশ কয়েকবার বলা হলেও এখনও পর্যন্ত মূর্তি সংস্কার করা হয়নি।এই কারণে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ ও জমায়েত।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ রায়, প্রসুন দাসগুপ্ত,গ্রন্থন সেনগুপ্ত সহ অন্যান্যরা।