শিলিগুড়ি,১৪ মেঃ ছয় দফা দাবিতে জেলাশাসক এস পন্নমবলমকে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি।
করোনা পরিস্থিতিতে চিকিৎসাক্ষেত্রে শিলিগুড়ি তথা গোটা দার্জিলিং জেলাজুড়েই সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এইকারনেই বেশকিছু দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলাশাসককে দিলেন কংগ্রেস নেতা শঙ্কর মালাকার। তিনি জানান, বেসরকারি হাসপাতালগুলি চিকিৎসার নামে অনৈতিক ভাবে সাধারণ মানুষের কাছ থেকে লাগামছাড়া টাকা আদায় করে নিচ্ছে। তিনি অনুরোধ করেন একটি বিশেষ তদারকি কমিটি গঠন করে এই বেসরকারি হাসপাতালগুলির ওপর নজরদারি চালানো হোক। এছাড়াও সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই করোনা আক্রান্তদের জন্য বেডসংখ্যা বাড়ানো হোক।হাসপাতালগুলিতে যথেষ্ট পরিমানে টিকার ব্যাবস্থা, অক্সিজেনের ব্যাবস্থা রাখার কথাও তাদের দাবির মধ্যে রয়েছে। তিনি জানান, জেলাশাসক বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলেই তাদের জানিয়েছেন।